ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হেড-স্মিথের রাজত্বের পর অজি বোলিংয়ে নাকাল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ৯ জুন ২০২৩  
হেড-স্মিথের রাজত্বের পর অজি বোলিংয়ে নাকাল ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও ভালো যায়নি ভারতের। ট্রাভিস হেড-স্টিভেন স্মিথের সেঞ্চুরির পর অজি বোলারদের দাপটে চাপে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।

বৃহস্পতিবার (৯ জুন) দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভারত ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ভারত এখনো ৩১৮ রানে পিছিয়ে আছে।

এর আগে ৩ উইকেটে ৩২৭ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। তারা থামে ৪৬৯ রানে। ১৪৬ রানে দ্বিতীয় দিন শুরু করা হেড আউট হন ১৬৩ রানে। ৯৫ রানে দিন শুরু করা স্মিথ সেঞ্চুরি তুলে নেন ২২৯ বলে। শেষ পর্যন্ত স্মিথ আউট হন ১২৯ রানে। হেড-স্মিথের জুটি থেকে আসে ২৮৫ রান। এ দুজন ফেরার পর অ্যালেক্স কারে রানের চাকা সচল রাখেন। তার ব্যাট থেকে আসে ৪৮ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি-শার্দুল ঠাকুর।

জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ভারত পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। স্কোরবোর্ডে ৭১ রান হতেই ৪ উইকেট খোয়ায় রোহিত শর্মার দল। এরপর রাহানে-জাদেজা হাল ধরেন দলের। ৪৮ রানে জাদেজা আউট হলে  ভাঙে ৭১ রানের জুটি। জাদেজার আউটের পর রাহানে-ভারত দিন শেষ করে আসেন। 

অজিদের হয়ে ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরুন গ্রিন ও নাথান লিওন। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়