ড্রাফটের আগে ৩ ক্রিকেটার রিটেইনের সুযোগ
আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে। এমন ঘোষণা বিপিএল গভর্নিং কাউন্সিল দেওয়ার পর থেকেই প্রতিযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সাত দল নিয়ে বিপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছিল। এবার একটি দল বাড়িয়ে আট দলের বিপিএল আয়োজন করার পরিকল্পনাও হচ্ছে।
সাত ফ্র্যাঞ্চাইজি নিয়ে তিন বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করে নতুন করে বিপিএল শুরু করেছিল আয়োজকরা। যদিও পরবর্তী বিপিএলে আগের সাত দলই থাকবে কিনা তা নিশ্চিত নয় আয়োজকরাও। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক কিছুদিন আগে বলেছিলেন, ‘আগের কেউ যদি কন্টিনিউ করতে না চায় তাহলে আমরা পরিবর্তন (দলের মালিকানা) করে দিতে পারি। আমাদের যদি স্লট বাড়ে তাহলে একটা টিম বাড়াতেও পারি। ফিনান্সিয়াল টার্মস ও টুর্নামেন্টের রুলস যারা না মানবে তাদেরকে নিয়ে আমরা পরবর্তী আসরে প্রসিড করবো না।’
ফ্র্যাঞ্চাইজিদের ভালো দল গড়তে এবার পর্যাপ্ত সময়ও দিচ্ছে আয়োজকরা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো আগের মৌসুমের তিন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাবেন। যদিও এই রিটেইন পলিসি নিয়ে আপত্তি আছে একাধিক দলের। তিন ক্রিকেটারের পরিবর্তে তারা চার ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে।
গত আসরে খেলা সাত ফ্র্যাঞ্চাইজিকে প্লেয়ার্স ড্রাফটের প্রস্তুতি এবং রিটেইন পলিসি নিয়ে একটি মেইল বিসিবি থেকে কিছুদিন আগে করা হয়েছে। যা নিশ্চিত হওয়া গেছে আয়োজকদের পক্ষ থেকে। সেখানে তিন ক্রিকেটার রিটেইন করার কথা বলেছে।
গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের চার ক্রিকেটারকে ধরে রাখতে চায়। একই চিন্তা রংপুর রাইডার্সেরও। তারা আনুষ্ঠানিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে নিশ্চিত হওয়া গেছে। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফটের আগেই বিষয়গুলোর সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস ফ্র্যাঞ্চাইজিদের। হাতে পর্যাপ্ত সময় থাকায় এখন পর্যন্ত নির্ভার তারা।
ইয়াসিন/আমিনুল