নিউ জিল্যান্ডকে ভয় ধরিয়ে হারলো আরব আমিরাত
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। কিন্তু মাঠে সেটা বুঝতেই দিলো না সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত লড়াই করে র্যাঙ্কিংয়ে তিনে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ রানে হারলো মুহাম্মাদ ওয়াসিমের দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টিম সেইফার্টের ৫৫ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। জবাবে টিম সাউদির তোপে ১৯.৫ ওভারে ১৩৬ রানেই থামে আরব আমিরাতের ইনিংস।
ম্যাচে শুরুটা ভালোই করে আরব আমিরাত। প্রথম বলেই চ্যাড বোয়েসকে সাজঘরের পথ দেখান জুনাইদ সিদ্দিকি। অবশ্য সঙ্গীর বিদায়ে মোটেই বিচলিত হননি সেইফার্ট। নিজের কাজটা ঠিকঠাক করে যান তিনি। ৩৪ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে খেলেন ৫৫ রানের ইনিংস।
এরপর আর কোনো কিউই ব্যাটসম্যান দাঁড়াতে না পারলেও মিডল অর্ডারে নেমে দুটো ছোট্ট ক্যামিও খেলেন জেমস নিশাম (২৫) ও কোল ম্যাকঞ্চি (৩১)। আর তাতেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় সফরকারীরা।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরব আমিরাতও উইকেট হারায় প্রথম বলেই। সাউদির বলে উইকেট বিলিয়ে আসেন মুহাম্মদ ওয়াসিম। এরপর দলীয় ১৫ রানের মাথায় অরভিন্দও (১৩) ফিরলে বিপদে পড়ে আমিরাত। সেখান থেকে দলকে পথ দেখান আরিয়ানশ শর্মা। অভিষেক ম্যাচেই ৪৩ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার।
আরিয়ানশ একপ্রান্তে আগলে রাখলেও অপরপ্রান্তে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। যার নেপথ্যে ছিলেন টিম সাউদি। এক পর্যায়ে নিশামের বলে ফিরে যান আরিয়ানশও। আর তাতেই বালির বাঁধের মতো ভেঙে পড়ে আমিরাতের ইনিংস। শেষদিকে আলী নাসের ১৪ বলে ১৬ রান করলেও সেটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
কিউইদের পক্ষে ৪ ওভারে ১৫ রান খরচায় ৫ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার সাউদি। মিচেল স্যান্টেনার ও নিশাম নিয়েছেন ২টি করে উইকেট। ১টি উইকেট ঝুলিতে পুরেছেন কাইল জেমিসন। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাউদি।
ঢাকা/বিজয়