ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বাবরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন উসমান কাদির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৯ আগস্ট ২০২৩   আপডেট: ২০:০১, ১৯ আগস্ট ২০২৩
বাবরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন উসমান কাদির

পাকিস্তান অধিনায়ক ও সতীর্থ বাবর আজমের কারণে ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেছেন লেগ স্পিনার উসমান কাদির। এর পেছনে বাবর আর তার বন্ধুত্বই দায়ী বলে মন্তব্যও করেছেন বর্তমানে দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

বয়সভিত্তিক দল থেকে বাবর আজমের সঙ্গে কাদিরের বন্ধুত্ব। অনূর্ধ্ব-১৫ দল থেকেই দুজনের মাঝে ভালো সম্পর্ক। কিন্তু এই বন্ধুত্বই এখন কাদিরের ক্যারিয়ারকে পিছিয়ে দিচ্ছে। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন কাদির।

কাদির বলেন, ‘বাবরের সাথে আমার সম্পর্ক আজ থেকে নয়। অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়াল থেকে শুরু। বাবর যখন অধিনায়ক হয়েছিলেন তখনই আমি দলে এসেছি; তবে এর মানে এই না যে তিনি আমাকে দলে নিয়েছিলেন।’

মিসবাহর মাধ্যমে পাকিস্তান জাতীয় দলে ঢুকেছেন জানিয়ে কাদির আরো বলেন, ‘যে ব্যক্তি আমাকে দলে এনেছিলেন, তিনি মিসবাহ-উল-হক। আমি আগেও বলেছি যে বাবর আমাকে দলে নেয়নি। কেন নেবে? এটা তার দল নয়, এটা পাকিস্তানের দল।’

২৯ বছর বয়সী এই তরুণ জানান, বাবরের সঙ্গে বন্ধুত্ব সুবিধার পরিবর্তে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। কাদির বলেন, ‘বাবরের বন্ধুত্ব আমার উপকারের চেয়ে বেশি ক্ষতি করেছে। কারণ একই দলে থাকার কারণে আমরা দুজনই সমানভাবে চাপে থাকতাম।’ 

কাদিরের বিশ্বাস, তাকে অন্যদের মতো পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। যে কারণে এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে কেবল ২৩টি টি-টোয়েন্টি এবং একটি মাত্র ওয়ানডে খেলতে পেরেছেন। সবশেষ ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়