ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন টাং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৬ আগস্ট ২০২৩  
নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন টাং

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যন্ডের পেসার জশ টাং। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস জর্ডান। এর আগে ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন জন টার্নারও।

চলতি বছরই ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হয়েছে টংয়ের। বল হাতেও নিজেকে চিনিয়েছেন এই পেসার। দুই ম্যাচের ৪ ইনিংসে ২৫.৭ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট। উইকেটের চেয়ে বেশি নজর কেড়েছিল তার লাইন-লেংথ ও গতি। সীমিত ওভারেও অভিষেকটা তাই অনুমেয় ছিল।

আরো পড়ুন:

টংয়ের বদলি জর্ডান অবশ্য পরিচিত মুখ। তবে নিয়মিত না। দ্য হান্ড্রেডে ভালো করার ফলেই তাকে আবার দলে ডাকা হয়েছে। ১০০ বলের টুর্নামেন্টে আসর জুড়ে ২০১.৮৮স্ট্রাইক রেটে ৫৩.৬ গড়ে ১০৭ রান করেছিলেন জর্ডান। ৬.৮৮ ইকোনমিতে ৮টি উইকেটও শিকার করেছিলেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার, রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ব্রাইডন কার্স, লুক কাঠ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়