ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মেসি ফেনোমেনন, সে দারুণ এক চ্যাম্পিয়ন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:০৬, ১ সেপ্টেম্বর ২০২৩
‘মেসি ফেনোমেনন, সে দারুণ এক চ্যাম্পিয়ন’

দুজনই নিজেদের খেলায় কিংবদন্তি। একজন ফুটবলে, আরেকজন টেনিসে। বলা হচ্ছিলো লিওনেল মেসি আর নোভাক জকোভিচের কথা। এবার মেসির সঙ্গে দেখা হয়ে গেল সার্বিয়ান তারকার। দারুণ এক আড্ডার পর মেসিতে মুগ্ধ হয়েছেন টেনিসের ‘নাম্বার ওয়ান’।

মেসির সঙ্গে এখন পর্যন্ত দুইবার দেখা হয়েছে জকোভিচের। সর্বশেষ দেখা হয়েছে নিউইয়র্কে ইউএস ওপেনে। তবে প্রথমবার তেমন সময় কাটাতে না পারলেও এবার ১৫ মিনিট সময় কাটালেন দুজন। সেখানেই মেসিতে মুগ্ধ হয়েছেন সার্বিয়ান তারকা।

আরো পড়ুন:

ইউএস ওপেনের ব্যস্ততার এক ফাঁকে জোকোভিচ দারুণ এক সন্ধ্যা কাটিয়েছেন মেসির সঙ্গে। দুজনে প্রায় ১৫ মিনিট গল্প করেন। মেসির সঙ্গে কী কথা হয়েছিল, সেটা জকোভিচ জানান বার্নাবে জাপাতা মিরালেসকে হারানো ম্যাচের পর সংবাদ সম্মেলনে।

মেসির সঙ্গে গল্প করে মুগ্ধ জকোভিচ বলেন, ‘আমাদের এটা দ্বিতীয় দেখা। সবকিছু নিয়ে আমরা ১৫ মিনিট কথা বলেছি। আমি আবারও তার সঙ্গে দেখা করতে চাই। খেলা নিয়ে আরও অনেক কথা বলতে চাই। মেসি ফেনোমেনন। সে দারুণ এক চ্যাম্পিয়ন, তার প্রতি অগাধ শ্রদ্ধা আমার।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়