ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের চিন্তার নাম ‘আফগান নাগিন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২ সেপ্টেম্বর ২০২৩  
বাংলাদেশের চিন্তার নাম ‘আফগান নাগিন’

বাংলাদেশ-আফগানিস্তান লড়াই মানেই অনেকটা এশিয়ার ‘অ্যাশেজ’। এশিয়া কাপের মহারণে আরেকবার মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তার আগে নতুন স্টাইলে ছবি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান। অফিসিয়াল ফটোসেশনে দুই হাত এক করে নাগিন স্টাইলে ছবি তুলেছেন রশিদ। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হারের বিষ এখনো নামেনি বাংলাদেশের। তার মধ্যে আফগানিস্তান ম্যাচের আগে রশিদ খানের এমন ছবি নিয়ে চারদিকে তুমুল শোরগোল। তবে কি বাংলাদেশকে ছোবল মারার অগ্রীম হুমকি দিয়ে রাখলেন রশিদ!

আরো পড়ুন:

রশিদের মনে যাই থাকুক, আফগানদের বিপক্ষে লড়াইটা বাংলাদেশের জন্য মোটেই সহজ হবে না। বাংলাদেশের বিপক্ষে বারবারই বেশ ভালো রশিদ। তাতে সাকিবদের চিন্তার কারণও হতে পারেন নতুন ‘আফগান নাগিন’।

রশিদ কতটা ভয়ংকর সেটা গোটা ক্রিকেট বিশ্ব ভালো করেই জানে। ক্যারিয়ারে এরই মধ্যে মাত্র ৯২ ম্যাচে ১৭০ উইকেট শিকার করে ফেলেছেন। সেরা বোলিং ১৮ রানে ৭ উইকেট। এমন এক স্পিনারকে নিয়ে তো চিন্তা হওয়ারই কথা।

আগামীকালের ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই। হারলে সোজা দেশে ফেরার বিমানে ধরতে হবে। জিতল্রেও সুপার ফোরে সরাসরি উঠার সুযোগ নেই। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়