আসিফকে কঠিন জবাব দিলেন বাবরের বাবা
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ আসিফ। সেখানে প্রশংসার পাশাপাশি বাবরের সমালোচনাও করেছিলেন সাবেক এই পেসার। সেই পোস্টের প্রতিক্রিয়ায় আসিফকে কঠিন জবাব দিয়েছেন বাবরের বাবা।
গত শুক্রবার টুইটারে এক আলোচনায় বাবরকে প্রথমে খুব ভালো ব্যাটসম্যান বলেছেন আসিফ। কিন্তু এর সঙ্গে একটা পাদটীকা জুড়ে দিয়েছেন পরে বলেছেন, পাওয়ারপ্লেতে ডট বল অন্যদের চেয়ে বেশি দেন বাবর। এখনো বাবরকে মেডেন করতে পারবেন বলেও উল্লেখ করেন আসিফ।
টুইটার স্পেসে আসিফ বলেছিলেন, ‘ট্রায়ালে মাত্র ২ বল খেলার পরই আমি বাবর আজমকে নির্বাচন করেছিলাম। আপনারা এটা ওর বাবাকেও জিজ্ঞাসা করতে পারেন যে আমিই বাবরকে বিটিসিএলের ট্রায়ালে নির্বাচন করেছিলাম।’
আসিফ আরও বলেছিলেন, ‘আমি তাকে উঁচু মাপের মনে করি। সে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু পাওয়ারপ্লেতে ডট দেয় এবং রিজওয়ানের ওপর চাপ তৈরি করে। আমি টি-টোয়েন্টিতে বাবরের বিপক্ষে মেডেন ওভার করতে পারব। ভালো ডেলিভারি সে মারতে পারে না।’
বাবরের বাবা আজম সিদ্দিকের কাছে আসিফের শেষের কথা ভালো লাগেনি। এই অংশের প্রতিক্রিয়া জানিয়েছে তিনি ইনস্টাগ্রামে লিখেন, ‘প্রিয় মোহাম্মদ আসিফ, যদি কখনো সময় আসে তাহলে আপনাকে শ্রদ্ধা জানাতে বাবর ইচ্ছা করেই আপনার বিপক্ষে একটা ওভার মেডেন দেবে।’
ঢাকা/বিজয়