ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাবাডিতে জাপানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:২৮, ২ অক্টোবর ২০২৩

ঊনিশতম এশিয়ান গেমসে আজ সোমবার (২ অক্টোবর) থেকে শুরু হয়েছে কাবাডি প্রতিযোগিতা। প্রথম দিনেই বড় জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। সকালে ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে ৮টি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল।

জাপানের বিপক্ষে বাংলাদেশ আউট পয়েন্ট পেয়েছে ৪২টি। বোনাস পয়েন্ট পেয়েছে ২টি এবং অলআউট তথা লোনায় পেয়েছে ৮ পয়েন্ট। সব মিলিয়ে ৫২ পয়েন্ট পায় বাংলাদশ। অন্যদিকে জাপান আউট পয়েন্ট পায় ৮টি, বোনাস পয়েন্ট পায় ১টি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় ১টি। তাদের মোট পয়েন্ট হয় ১৭।

আরো পড়ুন:

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার সকালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বুধবার লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

প্রথম ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

হ্যাংজু/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়