৩৭ বছর পর আশা জাগিয়েও পারলেন না সেলিম
ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম
সর্বশেষ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে বাংলাদেশের হয়ে পদক জিতেছিলেন মোশরাফ হোসেন। তিনি সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার ৩৭ বছর পর ২০২৩ এশিয়ান গেমসে আরেকটি ব্যক্তিগত পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন মো. সেলিম হোসেন। সেক্ষেত্রে আজ তাকে হারাতে হতো জাপানের বক্সার শুদাই হারাদাকে। কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যায় হ্যাংজু জিমনেসিয়ামের রিংয়ে তার সঙ্গে দারুণ লড়াই করে হেরে যান সেলিম। তাতে ৩৭ বছর পর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। আজ জিতে সেমিফাইনালে উঠলেই তিনি একটি ব্রোঞ্জ পদক পেতেন।
অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে সেলিম ৫-০ ব্যবধানে হার মানেন। পাঁচজন বিচারকের প্রত্যেকেই শুদাইকে ১০ পয়েন্ট করে দেন। অন্যদিকে সেলিম পাঁচ বিচারকের প্রত্যেকের কাছ থেকে পান ৯ পয়েন্ট করে।
পদক না জিতলেও সন্তুষ্ট সেলিম বলেন, ‘আমি সন্তুষ্ট যে ভালো একটি পারফরম্যান্স করে যেতে পারছি। এতো বড় একটা গেমসে আমি এতোদূর আসতে পেরেছি তাতে আমার ভালো লাগছে। এরপর এশিয়ান গেমস কিংবা অন্য কোথাও খেলার আগে দেশের বাইরে যদি ভালো ট্রেনিং করার ব্যবস্থা করে দেয়, ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় তাহলে আমি মনে করি আরও ভালো করা সম্ভব। সেটা হলে শুধু আমি কেন, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও ভালো করবে। বক্সিংয়ে আসলে ভালো করা সম্ভব। যদি সেভাবে তাদেরকে নার্সিং করা হয়।’
জাপানের প্রতিযোগীকে নিয়ে তিনি বলেন, ‘ম্যাচের আগে তাকে নিয়ে, তার পারফরম্যান্স নিয়ে অনেক অনুশীলন করেছি। কিন্তু সে আমার চেয়ে বেশি অ্যাডভান্স ছিল। তার স্পিড অনেক বেশি। পাওয়া এবং টেকনিক সবদিক দিয়ে সে এগিয়ে। আসলে আমি যেভাবে পরিকল্পনা করে গিয়েছিলাম সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। তারপরও আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’
এবারই প্রথমবার এশিয়ান গেমস খেলে সেলিম অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়ে গেছেন বলে জানান, ‘এর আগে আমি আর্মি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস খেলেছি। এবারই প্রথম এশিয়ান গেমস খেললাম। ওই দুইটায় যেমন অভিজ্ঞতা অর্জন করেছিলাম তেমনি এখান থেকেও অনেক অভিজ্ঞতা নিয়ে গেলাম। ভবিষ্যতে সুযোগ পেলে ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করবো।’
এর আগে সেলিম প্রথম রাউন্ডে শ্রীলঙ্কান রাকমাল প্রসন্নকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে এসেছিলেন। আর প্রি-কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।
হ্যাংজু/আমিনুল