ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

মিলানের বিপক্ষে বড় জয়ে গ্রুপ শীর্ষে পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৫৭, ২৬ অক্টোবর ২০২৩
মিলানের বিপক্ষে বড় জয়ে গ্রুপ শীর্ষে পিএসজি

ফরাসি ক্লাব পিএসজির সময়টা ভালো যাচ্ছিলো না। তবে ঘরোয়া লিগে টানা দুই জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও জয় দিয়ে নিজেদের চেনা পথে ফিরলো ফরাসি জায়ান্টরা। দারুণ পারফর্ম্যান্সে বুধবার (২৫ অক্টোবর) ঘরের মাঠে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

প্যারিসে দু’পক্ষই শুরু থেকে আক্রমণের চেষ্টা করছিল। তাতে ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। ওয়ারেন জাইরে-এমেরির পাস ধরে বক্সে ঢুকেই একজনকে কাটিয়ে নিচু শট নেন এমবাপ্পে, বল কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়।

প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সতীর্থের লম্বা পাস ধরে বক্সে ঢুকে জালে বল পাঠান উসমান দেম্বেলে। তবে গোল হয়নি। তবে পরবর্তী গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

অবশেষে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করেন রোন্দাল কোলো মুয়ানি। দেম্বেলের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মাইক মিয়াঁ, তবে বল হাতে রাখতে পারেননি তিনি। ফাঁকায় বল পেয়ে কাছ থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মুয়ানি।

৬৩তম মিনিটে শট নিয়েছিল মিলান, তবে তবে বক্সের বাইরে থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের শট সোজাসুজি হওয়ায় অনায়াসে গ্লাভসে নেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাইরে-এমেরির পাস পেয়ে নিচু শটে ব্যবধান বাড়ান দক্ষিণ কোরিয়ার কাং-ইন। 

এই জয়ে তিন রাউন্ড শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পিএসজি। ডর্টমুন্ড ও নিউক্যাসলের পয়েন্ট ৪, দুইয়ে আছে জার্মান দলটি। এখনও জয়ের দেখা না পাওয়া মিলান ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়