ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্সেলোনার জন্য মেসির দরজা ‘চিরতরে’ বন্ধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩৯, ৪ নভেম্বর ২০২৩
বার্সেলোনার জন্য মেসির দরজা ‘চিরতরে’ বন্ধ

রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতার পর গুঞ্জন শুরু হয়েছিল, আবারো বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা হলেও মেসির পক্ষ থেকে কিছুই জানা যায়নি। অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন, ইউরোপে ফেরার আর কোনো ইচ্ছাই নেই।

ফরাসি গণমাধ্যম লেকিপকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, ইউরোপ কিংবা বার্সেলোনায় ফেরার কোনো ইচ্ছাই নেই তার, ‘না, কোনো সুযোগ নেই। মোটেই না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে ইউরোপে আমার একটি অসাধারণ ক্যারিয়ার ছিল। আমি যেসব কিছুর স্বপ্ন দেখেছি সবই জিতেছি।’

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রেই ক্যারিয়ারের ইতি টানতে পারেন বলে একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা। মেসি আরও বলেন, ‘যেহেতু আমি একবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি না যে আমি আবারো ইউরোপে খেলতে ফিরবো।’

যদিও গেল গ্রীষ্মে বার্সেলোনায় ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন মেসি। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন, ‘আমি বার্সেলোনায় ফিরতে পারতাম কিন্তু তা হয়নি। ব্যাপারটা ঠিক তেমনই যে কারণে আমি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছি। সে কারণেই আর বার্সেলোনায় ফিরিনি।’

চিরচেনা ক্যাম্প ন্যু থেকে অবসরে যেতে চেয়েছিলেন মেসি। সেটা না হওয়ায় সেই আশাও ত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি বার্সাতে ফিরতে চেয়েছিলেম। সেখানে আমার জীবন, সেখানে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম, যেমনটা আমি সবসময় চেয়েছিলাম কিন্তু তা সম্ভব হয়নি। ‘

‘আনার জন্য এই বছর অনেক অফার ছিল। একাধিক ইউরোপীয় ক্লাব এবং সৌদি আরবের ক্লাব আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি মিয়ামিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটি এমন একটি সিদ্ধান্ত যা আমি খুশি মনেই নিয়েছি। আমি এখানে (মিয়ামিতে) ভালো আছি।’

২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার যুব দলে যোগ দেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় দুই দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ সালে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি।

বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, কোনো একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। কাতালান ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়