ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরো গ্যালারি চুপ হতে দেখে আমি খুব খুশি ছিলাম: কামিন্স

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৪, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ০০:১৯, ২০ নভেম্বর ২০২৩
পুরো গ্যালারি চুপ হতে দেখে আমি খুব খুশি ছিলাম: কামিন্স

লাখো দর্শকের সামনে চাপ নিয়ে খেলা চাট্টিখানি কথা নয়। নীল সমুদ্রে যে চাপে থাকার কথা ছিল অস্ট্রেলিয়ার সেখানে স্বাগতিক ভারতের অবস্থাই হয়ে যায় কাহিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাখের উপর দর্শকদের চুপ করতে পেরে খুব খুশি অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। 

আগেই বার্তা দিয়ে রেখেছিল, তাদের চুপ করাতে পারলে ভালো লাগবে। যেন কথা আর কাজের মিল রেখেছেন। ফিফটির পর বিরাট কোহলিকে বোল্ড করে পীন-পতন নীরবতা নিয়ে আসেন এই কামিন্সই! 

আরো পড়ুন:

শেষ পর্যন্ত ভারতকে ৬ উইকেটে হারিয়ে তার নেতৃত্বে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। দর্শকদের চুপ করানো নিয়ে কামিন্স বলেন, ‘এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটিই সত্যিই অনেক বেশি ছিল।’

সঙ্গে ভারতীয় দর্শকদের প্রশংসা করতেও ভুল করেননি এই পেসার, ‘তবে দর্শকরা দুর্দান্ত। ভারতে ক্রিকেটের জন্য থাকা এই প্যাশনের তুলনা নেই। পেছন ফিরে তাকালে এটি দারুণ মুহূর্ত। ফল যা-ই হোক না কেন, এমন একটি দিন আমরা ভুলব না।’

আহমেদাবাদের ফাইনালে সবই যেন ছিল কামিন্সদের পক্ষে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কামিন্স। ভারত ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স বলেন, ‘আমার মতে, শেষের জন্যই আমরা সেরাটা জমিয়ে রেখেছিলাম। বেশ কয়েকজন বড় ম্যাচের ক্রিকেটার এগিয়ে এসেছে এবং আমরা স্বয়ংসম্পূর্ণ অনুভব করছি। টুর্নামেন্ট জুড়ে আমরা আগে ব্যাটিং করছিলাম। আজ ভাবলাম, রান তাড়া করার জন্য ভালো রাত। আমাদের মনে হয়েছে, পরের দিকে ব্যাটিং সহজ হবে।’

‘ফিল্ডিংয়ে সবাই মরিয়া ছিল অবশ্যই। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। ছেলেরা সেদিন দুর্দান্ত ছিল। তাদেরকে ২৪০ রানের মধ্যে রাখতে পেরে খুব খুশি ছিলাম, সত্যি বলতে তিন’শ-এর নিচে যেকোনো কিছু। আমার মনে হয়েছে, এই উইকেটে ৩০০ হয়তো কঠিন হবে, তবে নেওয়া সম্ভব। ২৪০ রান দেখে আমরা খুব খুশি ছিলাম। আমার মন উড়ু উড়ু করছিল।’ -আরও যোগ করেন কামিন্স।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়