ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল পাকিস্তানের নেদারল্যান্ডস সফর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২২ নভেম্বর ২০২৩  
অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল পাকিস্তানের নেদারল্যান্ডস সফর

আগামী বছরের মে মাসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু আঁটসাঁট সূচির কারণে পাকিস্তান এই সফরে যাচ্ছে না। এই সফর স্থগিত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে। তারা বিষয়টি আমলে নিয়েছে।

এ বিষয়ে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স দলের ম্যানেজার রোলান্ড লেফেভ্রে বলেন, ‘অবশ্যই আমরা হতাশ। কিন্তু পাকিস্তান যে সমস্যার মধ্যে পড়েছে সেটি নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে। তাদের অত্যন্ত ব্যস্ত সূচি রয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ভালোর দিকেও নজর রাখতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কটা দারুণ। আমরা সেটার মূল্যায়ন করেছি। আশা করছি ভবিষ্যতে এটার সূচি পুনঃনির্ধারণ করা যাবে।’

আরো পড়ুন:

এটা অবশ্য নেদারল্যান্ডসের জন্য খারাপই হলো। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ খেলা থেকে বঞ্চিত হলো। বিশ্বকাপের বাইরে এবারই তারা প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতো। এর আগে বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছিল দল দুটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়