ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক: টেন হাগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২ ডিসেম্বর ২০২৩  
ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক: টেন হাগ

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব ভাল অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক ম্যাচ হেরে চলছে দলটি। ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটির এই অবস্থার পেছনে বড় দায় তাদের গোলরক্ষক আন্দ্রে ওনানার। একের পর এক ভুল করে দলকে ডোবাচ্ছেন ক্যামেরুনের এই গোলরক্ষক। তবুও তাকে আগলে দাঁড়ালেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

ওনানার পারফর্ম্যান্স দেখে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ম্যানইউ পাড়ায়। তবে তার কাঁধে ভরসার হাত রাখলেন কোচ টেন হাগ। এই ডাচ কোচের দৃঢ় বিশ্বাস, চলতি প্রিমিয়ার লিগে সেরা তিন গোলরক্ষকদের একজন ওনানা।

আরো পড়ুন:

আজ শনিবার দিবাগত রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। তার আগে সংবাদ সম্মেলনে ওনানার পক্ষ নিয়ে ম্যানইউ কোচ জানিয়েছেন, অনেক বেশি সমালোচনা হলেও অভিজ্ঞ এই গোলরক্ষক মোটেও বাজে খেলছেন না।

টেন হাগের ভাষায়, ‘আপনি যদি তার পরিসংখ্যান ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক। সে ভালো করছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সে কিছু ভুল করেছে যা সে নিজেও জানে। তবে ক্লাবের হয়ে প্রথম পাঁচ মাসে সে ভালো করেছে।’

ওনানা ঘুরে দাঁড়াবে বলেই ইউনাইটেড বসের বিশ্বাস। তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন খারাপ পারফরম্যান্সে সে কীভাবে প্রতিক্রিয়া দেখায়। তার মনোবল শক্ত এবং সে এই কঠিন সময় সামলে ঘুরে দাঁড়াবে।’ 

চলতি বছরের জুলাইয়ে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই অদ্ভূত সব গোল হজম করেছেন ওনানা। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে তার দুটি ভুলে দুই দফায় এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে ইউনাইটেড। তাতে অনিশ্চয়তায় পডে গেছে তাদের নক আউটের সম্ভাবনা।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়