ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুশীলনে নাঈমের চোট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৪, ৫ ডিসেম্বর ২০২৩
অনুশীলনে নাঈমের চোট

ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসান। দিনের শুরুতে বোলিংয়ের পর নেটে ঢুকেছিলেন ব্যাটিং করতে। সেখানেই থ্রো ডাউন খেলার সময় বল তার আঙুলে আঘাত করে। নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ড্রেসিংরুমে চলে যান নাঈম। চোট কতটা গুরুতর এখনও তা বলা যাচ্ছে না।

সিলেট টেস্ট দিয়ে জাতীয় দলের একাদশে ফিরেছিলেন নাঈম। প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে হারাতে বড় অবদান রেখেছিলেন। জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট নিয়ে দলে এসে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। প্রথম টেস্টে তার বোলিং মনে ধরেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। 

আরো পড়ুন:

আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সে আত্মবিশ্বাস ও ছন্দ নিয়ে সিলেট টেস্টে  খেলতে গিয়েছিল। ম্যাচেই তো তা দেখা গেছে। সে নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে। কখনো আক্রমণ করেছে, কখনো রান থামিয়েছে। ব্যাটসম্যানদের মনে অনেক দ্বিধা সৃষ্টি করেছে। কেইন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানেরও তার বল খেলতে অস্বস্তি হয়েছে।’

ঢাকা/ইয়াসিন/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়