ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানে অলআউট জাপান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১১ ডিসেম্বর ২০২৩  
বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানে অলআউট জাপান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে টস হেরে জাপান আগে ব্যাট করতে নামে। বাংলাদেশের বোলিং তোপের মুখে ৪৭.১ ওভারে তারা অলআউট হয় মাত্র ৯৯ রানে।

বাংলাদেশের যে সাতজন বোলার হাত ঘুরিয়েছেন তাদের সবাই উইকেট পেয়েছেন। তার মধ্যে মাহফুজুর রহমান রাব্বি ৯ রান দিয়ে ২টি ও আরিফুল ইসলাম ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌল্যা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও মো. রিজওয়ান।

আরো পড়ুন:

ব্যাট হাতে জাপানের নিহার পারমার ২ চারে সর্বোচ্চ ১৮ রান করেন। ৩ চারে ১৭ রান করেন কেইফার লাকে। ২ চারে ১৩ রান করেন কাজুমা কাটো-স্টাফোর্ড। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ১৫টি রান আসে অতিরিক্ত খাত থেকে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। আজ জয় পেলে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলবে যুবারা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়