ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবদের মামুলী সংগ্রহ, জবাব দিতে পারবে তো তামিমের দল?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫৬, ২০ জানুয়ারি ২০২৪
সাকিবদের মামুলী সংগ্রহ, জবাব দিতে পারবে তো তামিমের দল?

বিপিএলে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানদের দল রংপুর রাইডার্সের। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও ১৩৪ রানের বেশি করতে পারেনি। টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে মামুলী পুঁজি পায় রংপুর। তামিম ইকবালের ফরচুন বরিশালের সামনে লক্ষ্য খুব একটা বড় নয়। তামিম, মুশফিক, মিরাজ, মাহমুদউল্লাহ, সৌম্যদের নিয়ে সাজানো দল এই সহজ লক্ষ্য তাড়া করতে পারবে তো?

রংপুরের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৩৩ বলে ৩৪ রান করেন। এছাড়া শেষ দিকে ১৯ বলে ২৯ রান করেন মাহেদী হাসান। এছাড়া সোহান ২৩ ও নবী ১০ রান করেন। রংপুরের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই পারেননি দুই অঙ্ক ছুঁতে।

আরো পড়ুন:

ইনিংসের প্রথম বলে ইমরানের ইয়র্কারে বোল্ড হন ব্রেন্ডন কিং। দ্বিতীয় ওভারে খালেদ জোড়া উইকেট নেন। প্রথম রনি তালুকদারকে সীমানায় তালুবন্দি করানোর পর সাকিবকে বোল্ড করেন ডানহাতি পেসার। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে সাকিব বোল্ড হন। বল হাল্কা বাক খেয়ে স্ট্যাম্পে আঘাত করে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আজমতউল্লাহ ওমারজাই স্পিনার ওয়েলাগেকে ফিরতি ক্যাচ দেন ৬ রানে।

সেখানে থেকে সোহান ও শামীম জুটি বেঁধে পরিস্থিতি মোকাবেলা করলেও দুজনের কেউই ইনিংস লম্বা করতে না পারায় রংপুরের স্কোরবোর্ডও হাসেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রান পায় বিপিএলের ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।

বল হাতে খালেদ বরিশালের সেরা। ৩১ রানে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। এছাড়া ১৩ রানে মিরাজের শিকার ২ উইকেট।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়