ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট পর্বের শুরু থেকে সাকিবকে পাচ্ছে রংপুর 

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩২, ২৫ জানুয়ারি ২০২৪
সিলেট পর্বের শুরু থেকে সাকিবকে পাচ্ছে রংপুর 

চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব আল হাসানের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলা অনিশ্চিত ছিল। কমপক্ষে তিন ম্যাচ মিস করবেন এমন বার্তাও ছিল। তবে সাকিব ফিরছেন দ্রুতই, বিপিএলের সিলেট পর্ব থেকে তাকে নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স। রাইজিংবিডিকে রংপুর রাইডার্স ম্যানেজম্যান্ট বিষয়টি নিশ্চিত করেছে।

চোখের ডাক্তার দেখিয়ে ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে আসার কথা রয়েছে তার। আজ সিলেটে আসলেও নিজেকে প্রস্তুত করার জন্য একদিন সময় পাবেন সাকিব।

আরো পড়ুন:

২৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচ থেকে সাকিবকে দেখা যাবে রংপুরের জার্সিতে। তার আগে অবশ্য নিজেকে ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব।  

এর আগে প্রথম ম্যাচ খেলে পরদিন সিঙ্গাপুর উড়াল দিয়েছিলেন সাকিব। ব্যাট হাতে মাত্র ২ রান করেছিলেন ৩ বলে। বল হাতে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচ শেষে সাকিব জানিয়েছিলেন তার চোখের সমস্যা হচ্ছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুর পাঠানোর। 

সাকিবের চোখের সমস্যা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিস চৌধুরী বলেছেন, ‘সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যার কথা জানিয়েছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর এবং একাধিক চোখের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি বামচোখে এক্সট্রাফভয়াল সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি (সিএসআর) রোগে ভুগছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত সমস্যাটি মোকাবিলার জন্য একটি রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করা হবে।’

সিএসআর এমন একটি রোগ যা রেটিনাকে প্রভাবিত করে, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটায়। সাকিবের ক্ষেত্রেও এমনটা হয়েছে। এ জন্য মেডিক্যাল বিভাগ একটি রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করে তার চিকিৎসা চালিয়ে যাবে। ফলে সাকিবের মাঠে নামা নিয়ে আপাতত কোনো জটিলতা নেই। ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচেই তাকে পাওয়া যাবে বলে খবর। 

সিলেট/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়