ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপার অপেক্ষায় বাংলাদেশ, চূড়ান্ত হলো স্কোয়াড

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৫, ৮ ডিসেম্বর ২০২৫
এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপার অপেক্ষায় বাংলাদেশ, চূড়ান্ত হলো স্কোয়াড

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গত বছর টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশ। এবার যুবাদের সামনে সুযোগ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার। এর আগে, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

হ্যাটট্রিক শিরোপার লড়াইয়ে যাওয়ার আগে নিজেদের স্কোয়াড বাছাই করেছে বাংলাদেশ। রাজশাহী ও সিলেটে কঠোর ক্যাম্পের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে স্কোয়াড।

তেমন কোনো পরিবর্তন আনা হয়নি স্কোয়াডে। দলের নিয়মিত ক্রিকেটাররাই যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। ১২ থেকে ২১ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করা হবে। মোট আট দল অংশ নেবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। আইসিসি একাডেমি মাঠে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরের দুই ম্যাচ ১৫ ও ১৭ ডিসেম্বর। প্রতিপক্ষ যথাক্রমে নেপাল ও শ্রীলঙ্কা। 

গ্রুপ পর্বের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। ১৯ ডিসেম্বর একই দিনে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর হবে ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জওয়াদ আবরার, সাইমুন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, আব্দুল্লাহ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রিজান, মো. সবুজ। 

স্ট্যান্ডবাই

রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়