ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারা দেশের ৩৫০ নারী শিক্ষার্থী নিয়ে রেঞ্জার ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৮ ডিসেম্বর ২০২৫  
সারা দেশের ৩৫০ নারী শিক্ষার্থী নিয়ে রেঞ্জার ক্যাম্প শুরু

‘রেঞ্জার আমরা উন্নত শির, আমাদের গল্প নতুন পৃথিবীর’— এই প্রতিপাদ্য নিয়ে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের নবম জাতীয় রেঞ্জার ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ক্যাম্প সাইটে রেঞ্জার ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।

রেঞ্জার ক্যাম্প উদ্বোধন উপলক্ষে প্রশাসন ভবনের আঙিনায় জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ও ক্যাম্প কমিশনার রীতা জেসমিন, রেঞ্জার কমিশনার অধ্যাপক শামীম আরা।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের নবম জাতীয় রেঞ্জার ক্যাম্প ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। জাতীয় রেঞ্জার ক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের ৩৫০ জন শিক্ষার্থী ও ৫০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম জানিয়েছেন, গার্ল গাইডসের উদ্দেশ্য হচ্ছে— মেয়েদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং জাতীয় ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের জন্য তাদের উৎসাহিত করা। সংগঠনটি মেয়েদের মানসিক বিকাশ, চরিত্র গঠন, শারীরিক যোগ্যতা দৃঢ়ীকরণ, বিনোদন, সামাজিক সম্পর্ক উন্নয়ন, সৃজনশীলতা, উপচিকীর্ষা, ঘরকন্নায় দক্ষতা বৃদ্ধি ইত্যাদিকে লক্ষ্যীভূত করে ৮ দফা কার্যক্রম বাস্তবায়ন করছে। 

শিক্ষানবিশ গার্ল গাইডদের তিন দলে বিভক্ত করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এগুলো হচ্ছে—৭ থেকে ১১ বছরের মেয়েদের দল ইয়েলো বার্ডস, ১২ থেকে ১৬ বছরের মেয়েদের দল গাইডস এবং ১৭ থেকে ২৪ বছরের মেয়েদের দল রেঞ্জার্স।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ঢাকায় ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৭৩ সালে দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটসের সদস্য হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বালিকা ও তরুণীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়