ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাহিদার তুলনায় খাদ্য মজুদ বেশি আছে: উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৮ ডিসেম্বর ২০২৫  
চাহিদার তুলনায় খাদ্য মজুদ বেশি আছে: উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ রয়েছে, গত বছর একই সময়ে ছিল সাড়ে ১১ লাখ টন। অর্থাৎ চলতি বছর ৩ লাখ টন বেশি মজুদ রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিও যাতে চাহিদার তুলনায় মজুদ বেশি থাকে— এ লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

খাদ্য দ্রব্যের মূল্য পরিস্থিতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘‘চাল, গম ও ভুট্টার দাম বর্তমানে নিম্নমুখী। তবে কৃষক লাভবান হচ্ছেন না— এমন অভিযোগ রয়েছে।’’

তিনি বলেন, “এই তিন খাদ্যশস্যের দাম বাড়েনি বরং কিছুটা কমেছে। দাম যেন আর না কমে, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
 

ঢাকা/রুবেল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়