ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ম্যাচ খেলেই বিপিএল ছাড়লেন শোয়েব মালিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১১, ২৫ জানুয়ারি ২০২৪
তিন ম্যাচ খেলেই বিপিএল ছাড়লেন শোয়েব মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ হওয়ার পরপরই হঠাৎ করে আসর ছেড়ে গেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। আচমকাই ঢাকা ছাড়লেন চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা মালিক। তিনি ব্যক্তিগত কাজে দুবাইতে গেছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। চলতি আসরে তাকে আর দেখা যাবে না।

জানা গেছে, পারিবারিক কারণেই বিপিএল ছেড়েছেন মালিক।পরশু রাতে বরিশালের হয়ে শেষ ম্যাচ খেলে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। চলতি আসরে আর আসছেন না বলেও জানিয়েছেন।

আরো পড়ুন:

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছেন মালিক। তিন ম্যাচে সর্বসাকুল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। তিন ম্যাচে দুটিতে হেরেছে তামিম ইকবালের দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়