ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২১ জানুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুর কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ এক হাজতি সদর হাসপাতালে মারা গেছেন। তার নাম আবুল বাশার (৫০)। বুধবার (২১ জানুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা স্বর্ণালংকার ও ছয়টি মোবাইলসহ ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নেয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা করলে ১৫ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া, আলাউদ্দিন ও আবুল বাশারকে গ্রেপ্তার করে। পরদিন ১৬ জানুয়ারি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, সকালে আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়