গাইবান্ধায় ৫টি আসনে প্রতীক বরাদ্দ
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে জেলার ৫টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বেলা ১১টা দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে ৫টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে নিজ নিজ প্রতীক বরাদ্দ দেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বিএনপির ৫ জন, জামায়াতের ৫ জন, দুইটি আসনে জাতীয় পার্টির মহাসচিবসহ ৪ জন।
এছাড়াও, অন্যান্য দলীয় প্রার্থী ৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৮ জনসহ মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় একজন মার্কসবাদী প্রার্থী এবং একজন নারী স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
ঢাকা/লুমেন/জান্নাত