ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২১ জানুয়ারি ২০২৬  
এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস  একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ভোট গণনায় দেরির কারণ হিসেবে তিনি বলেন, “এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে।”

“এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো, ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে।এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়