শেরপুরে দুই স্বতন্ত্রসহ ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১২ প্রার্থীদের দলীয় প্রতীকের পাশাপাশি দুই স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল) ও আমিনুল ইসলাম বাদশাকে (মোটরসাইকেল) প্রতীক দেওয়া হয়।
শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া শাপলা কলি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি লাঙল, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা, আমার বাংলাদেশ (এবি) পার্টির মোহাম্মদ আবদুল্লাহ ঈগল প্রতীক পেয়েছেন। এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কাঁচি, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন হাতপাখা এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
ঢাকা/তারিকুল/রাজীব