ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় ২ স্বতন্ত্র প্রার্থী পাল্টে দিতে পারে ভোটের হিসাব

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১১, ২১ জানুয়ারি ২০২৬
পাবনায় ২ স্বতন্ত্র প্রার্থী পাল্টে দিতে পারে ভোটের হিসাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে লড়ছেন বিএনপি মনোনীত তিনজন হেভিয়েট প্রার্থী। বিএনপির দুইজন নেতা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এতে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। 

সীমানা নিয়ে মামলা-পাল্টা মামলার জটিলতায় পাবনা-১ এবং পাবনা-২ আসনে ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। 

আরো পড়ুন:

বিএনপি মনোনীত তিনজনই কেন্দ্রীয় নেতা ও সবার কাছে বেশ পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছে, পাবনা-৫ আসনে কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শাসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৩ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ বুঝে নেন তারা। এক প্রতিক্রিয়ায় এ সকল প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। 

পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘‘বিএনপি সামাজিক বিপ্লবের মাধ্যমে দেশ অর্থনৈতিক স্বয়ংসম্পন্ন হতে চায়। মানুষের মুখে হাসি ফোটাতে চায়। উন্নত বাংলাদেশ গড়তে চায়। বিএনপি যতদিন নির্বাচন থেকে দূরে থেকেছে, ততদিন মানুষের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ে। আশা করি, নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে। বিএনপি তাতে জয়লাভ করবে।’’ 

পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘‘আমার কাছে নির্বাচনে জেতার চাইতে বড় তারেক রহমান ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের জন্য কাজ করার সুযোগ পান। ভোটারদের উদ্দেশ্যে বলব, দেশকে আরো সামনে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিন। আমি নির্বাচিত হলে অন্যদের চেয়ে বেশি কাজ করতে পারব।’’ 

পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘‘আশা করছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে উৎসবমুখর ভোট হবে। দেশ গণতান্ত্রিক ধারায় আবার ফিরে আসবে।’’ 

পাবনা-৩ আসনে সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

দুইজনের এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তাদের আলাদা ভোট ব্যাংক রয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তারা বিএনপির ভোটে ভাগ বসালে সেখানে অন্য দলের প্রার্থীরা সুবিধা পাবে। এতে পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোটের হিসাব তারা পাল্টে দিতে পারেন।  

পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। আমরা স্থানীয় প্রার্থী চেয়েছিলাম। কিন্তু দল বাইরের একজনকে এনে আমাদের আসনে মনোনয়ন দিয়েছে। যা এলাকার মানুষ মেনে নেয়নি। তাই আমি আশা করি, দলমত নির্বিশেষে ভোটাররা আমাকে জয়যুক্ত করে তাদের পাশে থাকার সুযোগ দেবে।’’ 

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, ‘‘দলের কাছে মনোনয়ন চেয়ে পাইনি। তারপরও বঞ্ছিত নেতাকর্মী আর অসহায় মানুষের কথা ভেবে প্রার্থী হয়েছি। মোটরসাইকেল প্রতীক পেয়েছি। আমরা যেন সুস্থ মানসিকতা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাই। কোনো বিশৃঙ্খলা যেন না করি। ভোটাররা যাকে খুশি বেছে নেবে।’’

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়