ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণভোট নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২১ জানুয়ারি ২০২৬  
গণভোট নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানের বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন

তিনি বলেছেন, গণভোট নয়, আগামী নির্বাচনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকেই না বলবে বাংলার জনগণ।

আরো পড়ুন:

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা রিটার্নিং কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলাম। কিন্তু, বিষয়টি আমলে নেওয়া হয়নি। এবার নির্বাচনে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে।

এ সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড পেলে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে রংপুর-৪ থেকে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আখতার।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়