ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৯, ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর সিলেটের মাটিতে পা রেখেছেন। শুধু তাই নয়, ১৭ বছর লন্ডনে নির্বাচিত জীবন কাটিয়ে দেশে আসার পর এটিই ঢাকার বাইরে তার প্রথম সফর।  

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের বিজি ২২৭ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আরো পড়ুন:

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে তিনি সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন।

ওসমানী বিমানবন্দরে নেমেই তারেক রহমান হযরত শাহজালাল (র.)-এর মাজারের উদ্দেশ্য রওনা দিয়েছেন।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, “নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। সিলেটে হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি।”

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়