ভোগান্তি কমাতে যবিপ্রবিতে ‘এ-চালানে’ ফি পরিশোধ
যবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ প্রক্রিয়াকে সহজ, আধুনিক ও সময়সাশ্রয়ী করতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে অনলাইন সেমিস্টার ফি প্রদান ব্যবস্থা। এর ফলে শিক্ষার্থীরা ব্যাংকে না গিয়ে ঘরে বসেই কোনো ভোগান্তি ছাড়াই নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে সেন্ট্রাল রেজিস্ট্রেশন, টেস্টিমোনিয়াল, মাইগ্রেশন, জিইএস, এনওসি, গ্রেডশিট ও মার্কশিটসহ বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করা হলেও ফি পরিশোধে এখনো শিক্ষার্থীদের ব্যাংকে যেতে হয়। এই সীমাবদ্ধতা দূর করতে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসরকারি পেমেন্ট গেটওয়েতে অতিরিক্ত চার্জ এড়াতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এ-চালান (A-Challan) পেমেন্ট গেটওয়ে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত ফি ছাড়াই অনলাইনে অর্থ পরিশোধ করতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় নিয়ে আসতে চাই। আমাদের অফিসিয়াল কার্যক্রম ইতোমধ্যে ডি-নথির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সারা বাংলাদেশের অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থার আওতায় রয়েছে, যার মধ্যে যবিপ্রবি অন্যতম। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনলাইনে সেমিস্টার ফি পরিশোধের ব্যবস্থা চালুর জন্য রিজেন্ট বোর্ডে অনুমোদন দেওয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যাচাই বাচাই শেষে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তির কাজ সম্পন্ন করবে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট ও ক্লাস মিসের ঝামেলা দূর হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ইউজার ম্যানুয়াল থেকে জানা যাবে।
ঢাকা/ইমদাদুল/জান্নাত