ময়মনসিংহে প্রতীক বরাদ্দ, ডিসি-এসপির সর্তকবার্তা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের ৬৭ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় নির্বাচনি আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থী ও সমর্থকদের সতর্ক করেন জেলা ও পুলিশ প্রশাসন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ব্যতিক্রম হবে। মানুষের প্রত্যাশা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। পুরোনো অভিজ্ঞতা প্রয়োগ করতে গেলে ভুল হবে; এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “দেশবাসী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সে লক্ষ্যেই কাজ করছে। কোনো সমস্যা হলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত না করার অনুরোধ করেন।”
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, দশ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃরা।
সকাল থেকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন দিয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে জেলার ১১টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতীক বরাদ্দ শেষে ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে বৈধ ৮৬ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৯ জন প্রার্থী সরে দাঁড়ান। ফলে চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৬৭ জন প্রার্থী।
ঢাকা/মিলন/জান্নাত