‘আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের বিষয় নয়, রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ’
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের বিষয় নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাজনৈতিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, এই নির্বাচনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এটি একটি ঐতিহাসিক নির্বাচন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে।
বিদেশ নীতি ও জাতীয় স্বার্থ নিয়ে তিনি বলেন, দেশের সিদ্ধান্ত ভিনদেশী স্বার্থে প্রভাবিত হতো। সেই রাজনীতির অবসান ঘটেছে তরুণদের ত্যাগের বিনিময়ে।
নির্বাচন ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে ডা. তাহের বলেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। এই জোটে মুক্তিযোদ্ধা, ছাত্র ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব থাকবে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। দলীয় পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না।
নারী অধিকার নিয়ে জামায়াতের এই নেতা বলেন, নারীদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব নয়।
ঢাকা/রুবেল/রাজীব