ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২০, ২১ জানুয়ারি ২০২৬
আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলগুলো চরিত্র, সততা ও নৈতিকতার পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। একই দলগুলোকে আবার ক্ষমতায় বসালে দেশে শোষণ, দমন-পীড়ন ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটবে।’’

‘‘তাই ব্যর্থ শাসনের ধারাবাহিকতা ভেঙে মৌলিক পরিবর্তনের পক্ষে দাঁড়ানো ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প নেই। ফলে আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সত্যকে সত্য বলার সাহস না থাকলে নতুন বাংলাদেশ গড়া যাবে না।’’- যোগ করেন তিনি।

আরো পড়ুন:

বুধবার (২১ জানুয়ারি) খুলনা জেলা আইনজীবী সমিতির আইনজীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত নেতা এসব কথা বলেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘কোনো দলই দাবি করতে পারে না যে, তাদের শাসনামলে দুর্নীতি হয়নি বা ভিন্নমতের ওপর দমন চালানো হয়নি। ক্ষমতায় গেলে সবাই ক্ষমতার দাম্ভিকতায় ভুগেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।’’

প্রস্তাবিত গণভোট ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন কাঠামো বাস্তবায়িত হলে কোনো প্রধানমন্ত্রী বা সরকার প্রধান অসীম ক্ষমতার মালিক হতে পারবে না। ক্ষমতার মেয়াদ সীমিত থাকবে, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হবে এবং জবাবদিহিতা বাধ্যতামূলক হবে। এই সংস্কার না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়