ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২১ জানুয়ারি ২০২৬  
গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এ নিয়ে কথা বলেছেন। 

ট্রাম্প বলেছেন, “মানুষ ভেবেছিল আমি বল প্রয়োগ করব, কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হবে না। আমি বল প্রয়োগ করতে চাই না। আমি বল প্রয়োগ করব না।”

আরো পড়ুন:

ট্রাম্প তীব্র সুরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের তাদের অহংকার, আনুগত্যহীনতা এবং বায়ুশক্তি এবং পরিবেশ থেকে শুরু করে অভিবাসন এবং ভূ-রাজনীতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নীতিগত ভুলের জন্য তিরস্কার করেছেন।

ডেনমার্ককে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে ট্রাম্প গ্রিনল্যান্ডকে তাচ্ছিল্য করেছেন। তিনি বলেছেন, ‘বরফের টুকরো’ এর জন্য ‘ছোট অনুরোধ’ করেছিলেন তিনি। 

ট্রাম্প জনাকীর্ণ কংগ্রেস হলে তার ভাষণে বলেন, “বিশ্বকে সুরক্ষার জন্য আমরা এক টুকরো বরফ চাই, কিন্তু তারা তা দেবে না।”

গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ ন্যাটো জোটের জন্য কোনো হুমকি হবে না বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ছাড়া কোনো জাতি বা জাতির গোষ্ঠী গ্রিনল্যান্ডকে সুরক্ষিত করতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে আবারো আলাপের জন্য আমি অবিলম্বে আলোচনার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়