ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২১ জানুয়ারি ২০২৬  
গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: উপদেষ্টা

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা থাকব না, কিন্তু বাংলাদেশ শতসহস্র বছর টিকে থাকবে। গণভোট সেই শত বছরের দিকনির্দেশনা দেবে।

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আদিলুর রহমান খান বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সেই অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সনদ তৈরি করেছে। সেই সনদের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্যই এই গণভোট।

সারা দেশের মুক্তিকামী মানুষ এ গণভোটের কথা বলেছে জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ আগ্রাসনের অধীনে ছিল। এ সময় তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি, এমনকি স্বাধীনভাবে চিন্তাও করতে পারেনি।

উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজনৈতিক দলের নির্বাচন, যেখানে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আরেকটি হলো গণভোট। এই গণভোটের উদ্দেশ্য, আমরা কেমন বাংলাদেশ চাই।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়