গণভোটে ‘হ্যাঁ’ মানেই নতুন দিনের সূচনা: তৈয়্যব
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরে গণভোটের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফয়েজ আহমেদ তৈয়্যব।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন, “গণভোট আমাদের সামনে নতুন দিনের চাবি নিয়ে এসেছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব।’’
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, ভোটের চাবি আপনার হাতে’ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
ফয়েজ আহমেদ তৈয়্যব বর্তমান শাসন ব্যবস্থার ত্রুটি তুলে ধরে বলেন, “বর্তমান কাঠামোয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ এবং সংসদ ও সচিবালয়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই। প্রধানমন্ত্রী একই সঙ্গে নির্বাহী বিভাগ ও সংসদের প্রধান হওয়ায় সংসদ স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে। এই সংকট নিরসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।”
ভবিষ্যতে ইন্টারনেট বন্ধের সংস্কৃতি বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, “অতীতের ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও দমন-পীড়ন চালিয়েছে এবং মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে কেন্দ্রীয়ভাবে ক্ষমতার অপব্যবহার করে ইন্টারনেট বন্ধ করার সুযোগ আর থাকবে না।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী ভবিষ্যতে আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশন গঠনও হবে স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায়।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, এবারের নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে ভোটকেন্দ্রিক সহিংসতা ও দুর্বৃত্তায়নের সুযোগ থাকবে না। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন ও গ্রহণযোগ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/রেজাউল/বকুল