টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীবান্ধব খাবার ও মূল্য ভর্তুকির দাবি
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খাবারের অন্যতম স্থান টিএসসি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী খাবার এখনো নিশ্চিত হয়নি—এমন অভিযোগ তুলে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে স্টুডেন্টস’ কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাস (SCIC)।
বুধবার (২১ জানুয়ারি) সংগঠনটির নেতাকর্মীরা টিএসসি ক্যাফেটেরিয়া সংক্রান্ত চার দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এর কাছে হস্তান্তর করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পূর্ববর্তী দাবির প্রেক্ষিতে ডাকসু ক্যাফেটেরিয়ায় মানসম্মত ও প্রয়োজনীয় খাবার পরিবেশন শুরু হয়েছে; যা একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। তবে একই ধরনের মান ও সুযোগ টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনো বাস্তবায়িত হয়নি বলে তারা মনে করে।
স্মারকলিপিতে বলা হয়, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানকার ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। অথচ বর্তমান ব্যবস্থায় খাবারের মান, বৈচিত্র্য ও সরবরাহ সব দিক থেকেই শিক্ষার্থীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়।
টিএসসি ক্যাফেটেরিয়ায় ডাকসু ক্যাফেটেরিয়ার মতো একই মান ও আইটেমের খাবার পরিবেশন নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে খাবারের মূল্য শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী যেন নিয়মিত ও নির্বিঘ্নে খাবার পায় সে ব্যবস্থা নিশ্চিত করা এবং খাবারের আইটেম সংখ্যা বৃদ্ধি করে শিক্ষার্থীদের পছন্দ ও চাহিদার প্রতিফলন ঘটানোর দাবি জানানো হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ঢাকা/সৌরভ/জান্নাত