ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ী-২ আসনে জামায়াত নেতার প্রার্থিতা প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০২, ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ী-২ আসনে জামায়াত নেতার প্রার্থিতা প্রত্যাহার

মোহাম্মদ হারুন অর-রশীদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন অর-রশীদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন মোহাম্মদ হারুন অর-রশীদ।

আরো পড়ুন:

এ সময় পাংশা উপজেলা জামায়াতের আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌরসভা কমিটির আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেছেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি রাজনৈতিক কিংবা কোনো প্রতিপক্ষের চাপে প্রভাবিত হয়ে নয়, স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছি।

১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা হয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনে এনসিপিকে আসন ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছেন সৈয়দ জামিল হিজাজী।

ঢাকা/রবিউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়