গোপালগঞ্জে ৩ আসনে ২৮ প্রার্থীর হাতে প্রতীক
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সহকারী রিটার্নিং কর্মকর্তারা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
গোপালগঞ্জ-০১ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা; বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল হামীদ মোল্লা দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান হাতপাখা, জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙ্গল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরণ মজুমদার কাস্তে, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল এবং স্বতন্ত্র প্রার্থী মো. কাইয়ুম আলী খান কলস প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-০২ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা; বিএনপির ডা. কে. এম. বাবর ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার হাতপাখা, জাকের পার্টির মাহমুদ হাসান গোলাপ ফুল, গণফোরামের শাহ মফিজ উদীয়মান সূর্য, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম রিকশা, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ ট্রাক, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন, স্বতন্ত্র প্রার্থী এম. এইচ. খান মঞ্জু হরিণ, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ টেবিল ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস ফুটবল এবং স্বতন্ত্র প্রার্থী রনি মোল্লা তালা প্রতীক পেয়েছেন।
গোপালগঞ্জ-০৩ আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা; বিএনপির এস. এম. জিলানী ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ হাতপাখা, এনপিপির শেখ সালাউদ্দিন আম, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ—রিকশা, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য, গণঅধিকার পরিষদের আবুল বসার ট্রাক, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ফুটবল প্রতীক পেয়েছেন।
ঢাকা/বাদল/জান্নাত