ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৫, ১২ জানুয়ারি ২০২৬
পাবনা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

প্রলয় চাকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকি মারা গেছেন।

রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরো পড়ুন:

পাবনা জেল সুপার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, “কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে প্রলয় চাকি অসুস্থবোধ করেন। তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।” 

প্রলয় চাকি পাবনা জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন তিনি।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়