ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২১ জানুয়ারি ২০২৬  
মুন্সীগঞ্জে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের মোট ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।

আরো পড়ুন:

এ সময় তিনি ১৭ জন প্রার্থীকে নিজ নিজ দলীয় প্রতীক এবং মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী এবং মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে তাদের কাঙ্ক্ষিত প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেওয়া হয়। একই আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

ঢাকা/রতন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়