সূচকের পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলে সিএসইতে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা সাড়ে ১২টার দিকে সূচক পতনমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট কমে ১ হাজার ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৬১টির।
এ দিন ডিএসইতে মোট ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮১৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট কমে ৮৭১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
এ দিন সিএসইতে ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল