৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আলোচ্য পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, ন্যাশনাল টিউবস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি।
তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৪ জানুয়ারি ইস্টার্ন কেবলসের, ২৬ জানুয়ারি ডেল্টা স্পিনার্সের, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস ও সিভিও পেট্রোকেমিক্যালের এবং ২৮ জানুয়ারি লুব-রেফের এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/ইভা