ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে’ 

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৮ ডিসেম্বর ২০২৫  
‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে’ 

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুল ইসলাম বাবুল।

জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী অভিভাবকদের জন্য ডিজিটাল ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এ কার্ডের মাধ্যমে নারীরা ঘরে বসে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবে।

সোমবার (৮ ডিসেম্বর) ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃধা বাড়ির উঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

শহীদুল ইসলাম বাবুল বলেন, ‘‘আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।’’

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, ‘‘দেশের এবং মানুষের প্রয়োজনে আল্লাহপাক যেন তাকে সুস্থ রাখেন।’’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ। 

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১২০০ দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। পরে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।   
 

ঢাকা/তামিম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়