অবরোধ তুলে নিলেন সাত কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০৯, ৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২২, ৮ ডিসেম্বর ২০২৫
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন তারা।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, রমনা জোনের ডিসি মাসুদ আলম সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ঢাকা/রায়হান/রাজীব