ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকে দ্রুততম ফিফটিতে দ্বিতীয় সরফরাজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
অভিষেকে দ্রুততম ফিফটিতে দ্বিতীয় সরফরাজ

অনেক অপেক্ষার পর অবশেষে আজ ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হলো সরফরাজ খানের। রোহিত শর্মা আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। শুরুতে নার্ভাস মনে হলেও লংগার ভার্সন ক্রিকেটে তার স্বাভাবজাত ব্যাটিং শুরু করতে সময় নেননি।

এরপর অবশ্য ইংল্যান্ডের বোলারদের ওপর প্রভাব বিস্তার করে ব্যাটিং করতে থাকেন তিনি। অভিষেক ম্যাচে মাত্র ৪৮ বলেই তুলে নেন ফিফটি। এর মধ্য দিয়ে অভিষেকে ভারতীয়দের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি করার রেকর্ড গড়েন তিনি।

আরো পড়ুন:

তার আগে পাতিয়ালা রাজ্যের যুবরাজ ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪২ বলে ফিফটি করে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। এরপর ২০১৭ সালে হার্দিক পান্ডিয়া ৪৮ বলে করেছিলেন দ্বিতীয় দ্রুততম ফিফটি। আর আজ সরফরাজ ৪৮ বলে ফিফটি করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেন। তাদের পেছনে আছেন শিখর ধাওয়ান (৫০ বলে) ও পৃথ্বি’শ (৫৬ বলে)।

৪৮ বলে ৭টি চার ও ১ ছক্কায়, ১০০+ স্ট্রাইক রেটে ফিফটি পূর্ণ করেন তিনি। দলীয় ৩১৪ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি। যাওয়ার আগে ৬৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রান করে আউট হন।

তিনি যখন মাঠে নামেন তখন রবীন্দ্র জাদেজার রান ছিল ৮৪। আর যখন আউট হন তখন জাদেজার রান ছিল ৯৯, সরফরাজের ৬২। এতেই বোঝা যায় কি পরিমাণ দাপুটে ব্যাটিং করেছেন তিনি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়