ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আনসার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  
ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আনসার

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় চলছে ৩ দিনব্যাপী ‘ওয়ালটন উন্মুক্ত ১২তম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২৪।’

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ সোমবার (১৯ ফেব্রæয়ারি) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ ও মহিলা বিভাগে মোট ১৩টি স্বর্ণের ফয়সালা হয়। পুরুষ বিভাগে ৫৭ কেজি ওজন শ্রেণিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উজ্জলকে হারিয়ে স্বর্ণ পান বাংলাদেশ সেনাবাহিনীর বেলাল। ৬৫ কেজিতে পুলিশের সোহরাবকে হারিয়ে স্বর্ণ জিতে নেন বিজিবির সিরাজ। ৭০ কেজিতে সেনাবাহিনীর মাহফুজকে পরাজিত করে স্বর্ণ পান আনসারের দিপু। ৭৪ কেজিতে বিজিবির আল রাজীবকে হারিয়ে স্বর্ণ লাভ করেন সেনাবাহিনীর জুয়েল।

আরো পড়ুন:

৭৯ কেজিতে পুলিশের মীর আবিরকে পরাজিত করে স্বর্ণ পান বিজিবির দিপু। ৮৬ কেজিতে বিজিবির আলমগীরকে হারিয়ে স্বর্ণ জয় করেন আনসারের আলী আমজাদ। ৯২ কেজিতে আনসারের খান রাকিবুলকে পরাজিত করে স্বর্ণ পান বিজিবির আব্দুর রশিদ। ১২৫ কেজিতে বিজিবির সোহেলকে হারিয়ে স্বর্ণ জয় করেন আনসারের লিটন।

এদিকে মহিলা বিভাগে ৫৯ কেজিতে সেনাবাহিনীর তাসলিমাকে হারিয়ে স্বর্ণ পায় আনসারের রেজিয়া সুলতানা। ৬২ কেজিতে পুলিশের মামনিকে হারিয়ে স্বর্ণ লাভ করেন আনসারের মরিয়ম। ৬৫ কেজিতে তিতাস গ্যাসের নাসরিনকে হারিয়ে স্বর্ণ পান আনসারের দোলা খাতুন। ৬৮ কেজিতে আনসারের জ্যোতিকে হারিয়ে স্বর্ণ জয় করেন সেনাবাহিনীর আইরিন। ৭২ কেজিতে সেনাবাহিনীর ফারজানা মিতুকে হারিয়ে স্বর্ণ জিতে নেন পুলিশের পপি।   

আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১০টা থেকে প্রতিযোগিতার খেলা শুরু হবে এবং দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ পর্ব।

এবারের প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলো থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০টি ওজন শেণিতে মোট ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়