ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

গোলের নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
গোলের নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৩৯ পেরিয়ে গেলেও থামছে না তার গোল ক্ষুধা। এই যেমন রোববার রাতে সৌদি প্রো লিগে গোল করলেন। ম্যাচের ২১ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর অ্যান্ডারসন তালিসকা দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন। তাতে আল নাসর ৩-২ গোলে হারায় আল শাবাবকে। আর রোনালদো স্পর্শ করেন গোলের নতুন এক মাইলফলক।

এই ম্যাচে তার পাওয়া গোলটি ছিল ক্লাব ফুটবলে ৭৫০তম। আর ক্লাব ও দেশের হয়ে তার মোট গোল এখন ৮৭৭টি। ক্লাবের হয়ে করা গোলগুলোর মধ্যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫১টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, স্পোর্টিং সিপির জার্সি গায়ে ৫টি এবং আল নাসরের হয়ে এ পর্যন্ত ৪৮টি গোল করেছেন। ২০২৪ সালে আল নাসরের হয়ে খেলা চারটি ম্যাচেই গোল করেছেন তিনি।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ক্লাবের হয়ে এ পর্যন্ত করেছেন ৭১৫ গোল। সোমবার মেজর লিগ সকারে মেসিও গোল করেছেন। অন্তিম মুহূর্তে তার করা গোলে এলএ গ্যালাক্সির বিপক্ষে হার এড়ায় ইন্টার মায়ামি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়