ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠালো তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠালো তামিম

সাকিব আল হাসান নাকি তামিম ইকবাল, কে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনালে। সেই ফয়সালা নিশ্চিত হয়ে যাবে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। তামিম ইকবালের ফরচুন বরিশাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন:

প্রথমপর্বে দুই দল দুইবার মুখোমুখি হয়েছিল। প্রত্যেকে জয় পেয়েছে একবার করে। মিরপুরে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৫ উইকেটে। পরের দেখায় চট্টগ্রামে রংপুর জয় পায় ১ উইকেটে। দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে টুর্নামেন্টের আরেক ফাইনালিস্ট। এরই মধ্যে কুমিল্লা ফাইনাল নিশ্চিত করেছে।

আজকের লড়াইটা সাকিব-তামিম বললেও ভুল হবে না। কেননা মাঠের ক্রিকেটের বাইরে এখন মাঠের বাইরেও নানা কিছুতে তাদের মধ্যে চাপা লড়াই চলছে। যে লড়াই ভক্ত, সমর্থকদের মধ‌্যেও খুব প্রভাব পড়েছে। স্টেডিয়ামের গ‌্যালারিতে এজন‌্য প্রতিপক্ষের দুয়োধ্বনিও শুনতে হচ্ছে তাদের। ফাইনালের টিকিট যে পাবে নিশ্চিতভাবেই তার জন‌্য করতালি পড়বে।

ফাইনালে উঠার লড়াইয়ে দুই দল শেষ ম‌্যাচের থেকে একাদশে কোনো পরিবর্তন আনেনি।

রংপুর রাইডার্স একাদশ:
কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, মোহাম্মদ নবী, জিমি নিশাম ও ফজল হক ফারুকি।

ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল, ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মায়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়